মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
ফ্যাসিবাদবিরোধী লড়াই চলছে, নতুন বাংলাদেশ গড়তে হবে সংস্কারের মাধ্যমে
মুজিববাদের রাজনীতি মানেই গুম, খুন, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, ইসলামবিদ্বেষ ও ফ্যাসিবাদ। বাংলাদেশের জনগণ ৫ আগস্টেই এই রাজনীতিকে রায় দিয়ে প্রত্যাখ্যান করেছে। মুজিববাদের রাজনীতি আর বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না”—এমন কঠোর বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদকে কেবল আইনি ব্যবস্থায় রোধ করা যাবে না। এর বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ মানে শুধু মুক্তিযুদ্ধ নয়—এটা মানে গত ৫০ বছরের বিভাজনের রাজনীতি, সংখ্যালঘুদের জমি দখল, স্বাধীনতা বিসর্জন দিয়ে দেশটাকে ভারতের বর্গাচাষে পরিণত করার রাজনীতি।
তিনি আরও বলেন, “কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে একদফার আন্দোলনের মাধ্যমে ছাত্র-তরুণেরা গণঅভ্যুত্থানের পথ বেছে নিয়েছিল। তারা গণভবন ঘেরাও করেছে, শেখ হাসিনাকে পতনের মুখে ফেলেছে। এই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রকৃত বিজয়ী এ দেশের সাধারণ মানুষ।
নাহিদ ইসলাম জানান, “আমাদের এই সংগ্রাম শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ ও নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্ত গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না কোনো ফ্যাসিবাদ, দলীয় দখলদারি বা ধর্মবিদ্বেষ।”
সভায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
সংগঠক সামান্তা শারমিন
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার
কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আরিফ
কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরী
সহ সুনামগঞ্জ জেলা এনসিপির নেতৃবৃন্দ।