কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
“কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর অপারেটর, ব্যবসায়ী, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমীর, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, জামায়াত নেতা মাওলানা মো. মাইনুল ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সেক্রেটারি জেনারেল মো. জহিরুল ইসলাম, শুঁটকি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাও. সোহেল মাহমুদ, ফটোগ্রাফার ও স্টুডিও মালিক সমিতির সভাপতি মাও. রেদোয়ানুল ইসলাম রাসেল ও ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামীম রেজা প্রমুখ।
বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম প্রাকৃতিক ও পর্যটন কেন্দ্র। এখানে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ পর্যটকদের আকৃষ্ট করে। কিন্তু অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা, অপরিকল্পিত উন্নয়ন এবং পরিবেশবিধ্বংসী কার্যকলাপের কারণে সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
তারা আরও বলেন, কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়া জরুরি। বক্তারা সৈকতের ভাঙনরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ, একটি সমন্বিত ও পরিবেশবান্ধব মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তিতে পর্যটন অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সমুদ্রসৈকত রক্ষায় জনসচেতনতা সৃষ্টির বার্তা ছড়িয়ে দেন। স্থানীয়ভাবে এটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে পরিবেশ ও পর্যটন সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।