বাহাউদ্দীন তালুকদার:
রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী কাচামালের আড়তের একাংশ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সকাল ১০টায় শাহআলী বাগদাদী মাজার শরীফের পিছনে শহিদ বুদ্ধিজীবী কবরস্থান গেট সংলগ্ন এলাকায় ‘সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেড’ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মিরপুরের ঐতিহ্যবাহী কাচামালের আড়ৎ ঢাকা শহরে অতিমাত্রায় সুপরিচিত। উক্ত আড়তে ব্যবসায়রত সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের (গভঃ রেজি: নং-০০১১২/২৩) সদস্যরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দেশীয় ফল, মরিচ, পিয়াজ, আদা, রসুন, আলু ইত্যাদি আড়ৎদারী করে আসছেন। আড়তের ভূমি যথাযথভাবে মাজার কর্তৃপক্ষের নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ বাজার দর অনুযায়ী চুক্তিবদ্ধ হয়ে বরাদ্দপত্র মোতাবেক ব্যবহার করা হচ্ছে এবং ব্যবসায়ীরা ধার্যকৃত মাটিভাড়া রশিদমূলে জমা দিয়ে আসছেন।
গত ১৭ জুলাই ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসক ঢাকা এর স্বাক্ষরযুক্ত একটি সাদা কাগজে সিল ছাড়া মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করে বিজ্ঞপ্তি টাঙ্গানো হয়, যেখানে দিনক্ষণ উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তি পাওয়ার পর সমিতির পক্ষে কোষাধ্যক্ষ মোঃ সেন্টু ঢাকা প্রথম সহ: জজ আদালতে দেওয়ানী মামলা (নং ২৬৯/২৫, তারিখ ২২/০৭/২০২৫) দায়ের করেন, যা নিষেধাজ্ঞার মামলা। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের কোনো উচ্ছেদ বা হয়রানী থেকে রক্ষা করতে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভে সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল কাদের রিপন সভাপতিত্ব করেন। আড়ৎদার ব্যবসায়ী এনামুল হক মৃধা সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এখলাছ, কোষাধ্যক্ষ সেন্টু, তপন ভুঁইয়া, আকতার, আনোয়ার, মিন্টুসহ অন্যান্য ব্যবসায়ী ও আড়ৎদারগণ।