ছাতকে তরুণদের নিয়ে সামাজিক অঙ্গীকারে শপথ গ্রহণ

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :

ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শীর্ষক এক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ছাতক উপজেলা শিক্ষক মিলনায়তন ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিকুল ইসলাম। তিনি সমাজ উন্নয়ন ও সামাজিক সচেতনতার লক্ষ্যে উপস্থিত তরুণ, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের নাগরিকদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. একরাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমদ এবং ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন।

বক্তব্য রাখেন—
এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছালেক মিয়া, উপজেলা তথ্য আপা গোলাপী বিশ্বাস, ছাত্র সমন্বয়ক মো. এহসানুল মাহবুব জুবায়ের, মো. সাইফ উদ্দিন, সাঈদুর রহমান সাইদ, চরমহল্লা কেজাউরা এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল আলিম, আনোয়ার হোসেন রনি, সাকির আমিন, তমাল পোদ্দার, খালেদ আহমদ, মোশাহিদ আলী এবং শিক্ষার্থী রুকিয়া আক্তার সুমি।

অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে তাহমিদ আহমদসহ আরও একজনকে “সুবর্ণ নাগরিক কার্ড” প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোফাজ্জল হোসেন এবং গীতা পাঠ করেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজন দাস।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বাউল শিল্পী সুজিত বৈষ্ণব।

অনুষ্ঠনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *