ঢেউয়ের আঘাতে ভাঙছে টেকনাফের মেরিন ড্রাইভ

মোঃ সোহেল চৌধুরী: 

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঢেউয়ের আঘাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে আবারও ভাঙন দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাত ও সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় মেরিন ড্রাইভে আঘাত হানছে। এতে মেরিন ড্রাইভের টেকনাফ সাবরাংয়ের অংশের দুই কিলোমিটার এলাকা জুড়ে চারটি স্থানে ভাঙন ধরেছে।

ভাঙন প্রতিরোধে দেওয়া জিও টিউব ব্যাগ ছিদ্র হয়ে ক্রমেই বিলীন হচ্ছে।
প্রতিবছর বর্ষাকাল পূর্ণিমার জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভের খোরেরমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন একই অংশে ভাঙন দেখা দিয়েছিল। সেনাবাহিনীর ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) জিও টিউব ব্যাগের মাধ্যমে মাটির বাঁধ দিয়ে ভাঙন প্রতিরোধ করেছিল।

শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে এবং ধসে পড়ছে জিও টিউব বাঁধ। টেকনাফের খোরেরমুখ, মুন্ডার ডেইল, বাহারছড়া ও শীলখালীর একটি অংশ ভেঙে গেছে।

খোরেরমুখের স্থানীয় জাহেদ হোসেন বলেন, “মেরিন ড্রাইভের কাছ থেকে মাটি নেওয়ার কারণে প্রতিবছর একই জায়গায় ভাঙন সৃষ্টি হচ্ছে। যার ফলে বর্ষাকালে আমরা ভয়ে থাকতে হয়। আমরা সুন্দর এবং শক্তপোক্ত মেরিন ড্রাইভ সড়ক চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *