পাইকগাছায় শহীদ জুলাই আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

জাতীয় নাগরিক কমিটির খুলনা জেলা সমন্বয়ক হাফেজ মোঃ ফয়জুল্লাহ বলেন, “জুলাই-আগস্টে যারা আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করতে বুকের রক্ত অকাতরে ঢেলে দিয়েছে, জাতি তাদের নাম ইতিহাসের পাতায় লিখে রাখবে। আমরা লাল সবুজের পতাকার মূল্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এ দেশে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে ছাত্র-জনতা একসাথে মিলে তাদের প্রতিহত করবে।”

শনিবার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ জুলাই আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক হাফেজ বিন আমিন (তারিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ।

উপজেলা যুগ্ম সমন্বয়ক মিসবাহ আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির সদস্য সৈয়দ আবু ওয়াহিদ অলি, জেলা নাগরিক পার্টির সদস্য সমন্বয়কারী মামুন হোসেন, জেলা নারী শক্তির সংগঠক ফারজানা জামান, পৌর জামায়াতের আমীর ডাঃ আসাদুল হক, পৌর ছাত্র শিবিরের তামিম রায়হান, আব্দুল্লাহ আল মামুন, জুলাই শহীদ রাকিবুল ইসলামের মাতা নাজমা বেগম।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর।

উক্ত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উপজেলা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *