স্বাধীন সংবাদ ডেস্ক:
সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে শিগগিরই যুক্ত হতে যাচ্ছে আরও তিনটি জাহাজ। দেশের সামুদ্রিক বাণিজ্য ও নৌপরিবহন খাতের আয় বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে নতুন তিনটি জাহাজ যুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে দেশের নৌপরিবহন খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা বাড়বে। আন্তর্জাতিক রুটে আরও দক্ষতার সঙ্গে চলাচল করতে পারবে বিএসসি।”
তিনি আরও বলেন, “শিপ ব্রেকিং খাতে আন্তর্জাতিক মান বজায় রাখতে হংকং কনভেনশন অনুসরণ করা জরুরি। এ প্রেক্ষাপটে চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ইতোমধ্যে ‘গ্রিন শিপইয়ার্ড’ সনদ পেয়েছে। আরও কয়েকটি ইয়ার্ড পাইপলাইনে আছে। যেসব ইয়ার্ড এখনো এই সনদ পায়নি, তাদের হয় নিয়ম মেনে চলতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে নিতে হবে।”
নৌপরিবহন উপদেষ্টা জানান, বেশিরভাগ শিপ ব্রেকিং ইয়ার্ড এখনো সুষ্ঠু নীতিমালার আওতায় কাজ করছে না। তবে সরকার এ খাতকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “নিয়ম-নীতি সহজীকরণ এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আমরা শিপ ব্রেকিং খাতকে টেকসই ও পরিবেশবান্ধব করতে চাই।”
প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকারী দেশ। সীতাকুণ্ড উপকূলজুড়ে গড়ে ওঠা শতাধিক শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রতিবছর শতাধিক পুরনো জাহাজ ভেঙে ফেলা হয়। তবে এই খাতের পরিবেশগত ও শ্রমিক নিরাপত্তা বিষয়ক নানা অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে বহুদিন ধরেই আলোচিত। সরকার হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নের মধ্য দিয়ে এসব ইয়ার্ডকে পরিবেশবান্ধব ও নিরাপদ করার উদ্যোগ নিয়েছে।