প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বোয়ালখালীর গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাইরে বাহির সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটির শেষ বগির কাপলিং ভেঙে যাওয়ায় সেটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক জানান, বিকেল ৩টা ৮ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে। কিছুদূর যেতেই বাহির সিগনাল এলাকায় ট্রেনটির শেষ বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূল ট্রেনটি প্রায় ১০০ থেকে ১৫০ গজ দূরে গিয়ে থেমে যায়।
তিনি আরও জানান, বিচ্ছিন্ন বগিতে থাকা যাত্রীদের নিরাপদে মূল ট্রেনে উঠিয়ে নেওয়া হয়। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।