বোয়ালখালীর চৌধুরী হাটে ভবনের ছাদ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার কধুরখীল চৌধুরী হাট এলাকায় একটি ভবনের ছাদ থেকে আলী সিফাত (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টার দিকে এস এম টাওয়ার নামের একটি ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।

নিহত সিফাত পশ্চিম কধুরখীল জামতলা এলাকার বাসিন্দা মরহুম আবু জাফর সওদাগরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় এক বছর আগে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, “আমরা মরদেহ উদ্ধারের কাজ করছি। প্রাথমিক কাজ শেষে বিস্তারিত জানানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *