ভারত থেকে গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশইন করানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরিফ খান শুভ:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত থেকে গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশইন করানো হয়েছে—এই তথ্যটি সঠিক। তবে পুশইনের সংখ্যাটা কমে আসছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে যেসব বাংলাদেশি রয়েছে, তাদের তো নিতে হবে। সেটা ১০ কিংবা ২০ বছর পর হোক। তবে আমাদের নাগরিকদের সঙ্গে যেসব রোহিঙ্গাদের পাঠানো হয়েছে, তাদের গ্রহণ করা হচ্ছে না। তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভারতকে বলেছি, আমাদের কোনো নাগরিক যদি সেখানে থেকে থাকে তাহলে নিয়মের মাধ্যমে পাঠিয়ে দিতে। যেমনটা আমরা ভারতীয়দের নিয়মের মধ্যে পাঠিয়ে থাকি। কিন্তু তারা নিয়ম মেনে না পাঠিয়ে নদীর পাড়ে, জঙ্গলে ফেলে দেয়—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। প্রতিবাদে কিছুটা কাজও হচ্ছে এবং পুশইনের সংখ্যাটা কমে আসছে।

মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ফোনও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কেউ যদি এই ঘটনাকে অবহেলা করে থাকে, তাকেও শাস্তির আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *