মক্কায় দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী আহ্বান: আল্লাহ যেন কাউকে কাবা না দেখিয়ে মৃত্যু না দেন

মোঃ আনজার শাহ:

আল্লাহর ঘরের ছায়ায় দাঁড়িয়ে এক আলেম—এক হৃদয়ছোঁয়া মুহূর্ত। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার হিফজ বিভাগের সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফিরোজ মাহমুদী এবং মোঃ ইউনুস পাঠওয়ারী।

এই পবিত্র সফরে তাঁরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ওমরার সকল বিধি-বিধান ও আহকাম পরিপূর্ণভাবে পালন করছেন। আল্লাহ যেন তার এই ওমরাহ কবুল করেন—এ মর্মে তাঁরা আত্মীয়-স্বজন, ছাত্র, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

হাফেজ মাওলানা ফিরোজ মাহমুদী বলেন, “আমার হৃদয়ের আকুতি—প্রত্যেক মুসলমান যেন জীবনে অন্তত একবার হলেও আল্লাহর ঘর কাবা শরিফে এসে তাওয়াফ করার সুযোগ পান। আল্লাহ যেন কাউকে কাবার জিয়ারত না করিয়ে মৃত্যু না দেন।”

তিনি আরও বলেন, “পশ্চিম পদুয়া পাড়ার প্রতিটি মাদ্রাসার তালেবদের যেন হাফেজ ও হক্কানী আলেম হয়ে ওঠার তাওফিক হয় এবং আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর সন্তুষ্টি অর্জন করে। আমরা দোয়া করছি যেন এই গ্রামের প্রতিটি সন্তান ইসলামী শিক্ষায় দীপ্ত হয়ে জাতির বাতিঘর হয়ে ওঠে।”

উল্লেখ্য, তিনি বাইতুল আমান জামে মসজিদের পাশের কবরস্থানে নিজ পরিবারের প্রয়াত আত্মীয়-স্বজন ও পূর্বপুরুষদের কবর জিয়ারত করে ওমরাহর উদ্দেশ্যে রওনা হয়েছেন। কবরের পাশে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করেন এবং তাঁদের মাগফিরাত কামনায় দোয়া করেন। তিনি বলেন, “আল্লাহ যেন এই কবরবাসীদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন এবং তাদের পরকালীন জীবন শান্তিময় করে তোলেন।”

ছবিতে দেখা যায়, মক্কার বিখ্যাত ঘড়ি টাওয়ারের পেছনে দাঁড়িয়ে আছেন তিনি—আলোকিত চারপাশ, আর এক আলেমের শান্ত-ধীর চেহারা যেন বলে দিচ্ছে, “আল্লাহই সব কিছুর মালিক; তাঁর দয়ার ছায়াতেই মানবতা শান্তি খুঁজে পায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *