আশাশুনিতে জুলাই পুনর্জাগরণে শপথ ও আলোচনা সভা

আব্দুর রশিদ, সাতক্ষীরা:


আশাশুনিতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ’ শীর্ষক শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিভাগীয় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জুম মিটিং সরাসরি সম্প্রচার করা হয়। পরে স্থানীয় পর্যায়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

শুরুর পরপরই শপথ বাক্য পাঠ করানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায়।

সভায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক সায়েদুল হক মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ‘২৪-এর আহত যোদ্ধা রফিকুজ্জামান, যোদ্ধা মুনতাছির মামুন প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই আন্দোলন এবং ঢাকায় যুদ্ধ প্রশিক্ষণ চলাকালে বিমান দুর্ঘটনায় শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *