স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকায় এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তামিম হাসান নড়াইল সদর উপজেলার ২ নম্বর হবখালী ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।
ভুক্তভোগী নজরুল ইসলাম নামের ওই ব্যবসায়ী জীবনের নিরাপত্তা চেয়ে উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৫৫৭, তারিখ ২৫/০৭/২০২৫) করেছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ জুলাই রাত ১২টা ৩৬ মিনিটে তামিম হাসান তার ব্যবহৃত মোবাইল নমার থেকে কল করে নজরুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে দাবি না মানলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আরও জানান, তামিম হাসানের স্ত্রী পপি সুলতানা এর আগেও প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে ঢাকা সিএমএম কোর্টে একটি প্রতারণা মামলা বিচারাধীন রয়েছে।
নজরুল ইসলামের অভিযোগ, মামলাটি প্রত্যাহারের জন্য তামিম হাসান তাকে নানা সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। উল্লেখ্য, তামিম হাসান ও তার পরিবার ভুক্তভোগীর পূর্বপরিচিত বলে জানা গেছে।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”