বগুড়ায় সরকারি সড়কে খুঁটি পুতে জায়গা দখলের অভিযোগ

আব্দুর রহিম জয়, বগুড়া:

বগুড়া সদর উপজেলার সামগ্রাম হাটে সরকারি তেঁতুলতলা সড়কে বাঁশের খুঁটি পুতে জায়গা দখল করার অভিযোগ উঠেছে সিহাব উদ্দিন, মাহমুদুল হাসান ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তারা সবাই হাটের সড়ক সংলগ্ন এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ৪ ডিসেম্বর বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাটের ইজারাদার মোঃ আব্দুল কাইয়ুম সরকারের লিখিত অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ সময় পার হলেও এটির কোনো সমাধান হয়নি।

জানা যায়, কাইয়ুম সরকার বাংলা ১৪৩১ সালে সাবগ্রাম হাট ও বাজার সরকারিভাবে ইজারা নেন। এই হাটের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে একটি সড়ক রয়েছে, যা বগুড়া পৌরসভা কর্তৃক নিয়ন্ত্রিত। প্রায় ১৯ ফিট প্রশস্ত এই সড়কে সরকারিভাবে ইটের সোলিং করা হয়েছে। এই সড়ক দিয়ে হাটের দিনসহ প্রতিনিয়ত মানুষ চলাচল করে।

কিন্তু সম্প্রতি জোরপূর্বক টিনের ছাউনি ও বাঁশের খুঁটি পুতে সড়ক দখল করার চেষ্টা করা হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলসহ হাটের ক্ষতি করছে। বিষয়টি সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মৌখিকভাবে জানানো হয়েছে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

হাটের ইজারাদার আব্দুল কাইয়ুম সরকার জানান, সরকারিভাবে হাট ইজারা নেওয়া হয়েছে। সম্প্রতি সিহাব উদ্দিন, মাহমুদুল হাসান ও জাহাঙ্গীর আলম হাটের চলাচলের সড়কে খুঁটি পুতে ও টিনের ছাউনি দিয়ে দখল করার চেষ্টা করছেন। এতে চলাচলরত মানুষ ও হাটের ক্ষতি হচ্ছে। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু অভিযুক্তরা চেয়ারম্যানের কথা অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

অন্যদিকে, জাহাঙ্গীর আলম জানান, সাবগ্রাম হাট পৌরসভার অন্তর্গত নয়। তারপরেও হাটের ইজারাদার জোরপূর্বক তাদের বসতবাড়ি সংলগ্ন বাড়ির জায়গার ওপর এবং পৌরসভার সড়কের ওপর অবৈধভাবে হাট লাগিয়ে তাদের বসতবাড়ির ক্ষতি করছেন। একই সাথে পৌরসভার সড়কের ক্ষতি করছেন।

“আমরা সড়কের জায়গা দখল করিনি। সড়কের মধ্যে আমাদের প্রায় ৭ ফুট জায়গা বেশি নেয়া হয়েছে। অনেকবার বলার পরও কোন সমাধান হয়নি। আমরা ব্যক্তিগত জায়গায় খুঁটি পুতেছি। হাট না বসানোর জন্য ২২ জুলাই ২০২৫ তারিখে বগুড়া পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি।” — জানান তিনি।

সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দীন বলেন, হাটের সড়কে খুঁটি পুতে দখলের চেষ্টা করার অভিযোগ শুনেছি। যারা সড়কে খুঁটি পুতে চলাচলে বাধা সৃষ্টি করেছেন তারা মোটেও ঠিক করেনি। এতে হাটের ক্ষতি হচ্ছে। যত দ্রুত সম্ভব উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *