আরিফ খান শুভ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
নিহত ইতি আক্তার ঢাকার নবাবগঞ্জের মানিক গাজীর মেয়ে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মিজমিজি বাতানপাড়ায় স্বামী বিল্লাল হোসেনের সঙ্গে বসবাস করতেন ইতি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ তাদের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, ইতির নিথর দেহ পড়ে আছে ঘরের মেঝেতে। পাশেই চুপচাপ বসে ছিলেন তার স্বামী। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি শাহিনূর আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে কথা বলা নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিল্লাল হোসেন রুটি বানানোর বেলন দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইতির মৃত্যু হয়।
তিনি আরও জানান, ইতি আক্তার তাঁর ৬ বছর বয়সী সন্তান ও স্বামী বিল্লাল হোসেনকে রেখে প্রেমঘটিত সম্পর্কে জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন। সেখানে দুই মাস থাকার পর দুই দিন আগে আবারও প্রথম স্বামীর ঘরে ফিরে আসেন। ধারণা করা হচ্ছে, এই নিয়ে দাম্পত্য কলহ তীব্র হয় এবং শেষ পর্যন্ত প্রাণঘাতী রূপ নেয়।
পুলিশ ইতিমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।