হাসান আলী:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ বাধন (২৪), আলমগীর প্রঃ পরী (৩৫) ও আব্দুল মান্নান (৪৫)।
শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে যাত্রাবাড়ী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিছু মাদক কারবারি কবরস্থান রোড এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসায় জড়িত। তারা বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে।
ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।