জুলাই সনদের খসড়া নিয়ে সুখবর দিলেন আলী রীয়াজ

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রস্তাবিত ‘জুলাই সনদ’–এর খসড়া আগামীকাল (২৮ জুলাই) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কমিটমেন্টের জায়গাগুলোর একটি খসড়া ইতোমধ্যে কমিশন তৈরি করেছে। এই খসড়া আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বিবেচনার জন্য।’

খসড়া নিয়ে আর আলোচনা নয়, মতামত দিলেই চূড়ান্তকরণ

আলোচনার এক পর্যায়ে অধ্যাপক রীয়াজ আরও বলেন, ‘খসড়া নিয়ে কমিশনে আর আলাদা আলোচনা করা হবে না। এগুলো মূলত শব্দের ব্যাকরণ বা কাঠামোর বিষয়। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে, তাহলে আমরা সেটা আলোচনার ফ্লোরে আনব, নাহলে আনব না। আপনারা যদি মতামত দেন, আমরা সেগুলোকেই সন্নিবেশিত করব। চূড়ান্ত সনদে থাকবে প্রাথমিক বক্তব্য, প্রক্রিয়ার রূপরেখা এবং রাজনৈতিক দলগুলোর যে অঙ্গীকারের জায়গাগুলো, তাও প্রতিফলিত হবে।’

আলোচনার মূল বিষয়: রাষ্ট্রচিন্তা, মৌলিক অধিকার ও পুলিশ কমিশন

এদিনের আলোচনার মূল বিষয় ছিল—রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার প্রসারণ সংক্রান্ত প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন।

এছাড়াও, বিগত বৈঠকগুলোয় আলোচনাধীন থাকলেও এখনো মীমাংসা হয়নি—এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

আলী রীয়াজ বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দৃঢ় ঐকমত্য তৈরি করতে পারব।’

‘জুলাই সনদ’: রাজনৈতিক রূপরেখার গুরুত্বপূর্ণ ধাপ

প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে উদ্ভাবিত ‘জুলাই সনদ’ দেশের রাজনৈতিক কাঠামোতে সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, এবং জনঅধিকার রক্ষার একটি প্রাথমিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সনদে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।

আগামী সপ্তাহে এই খসড়া নিয়ে আরও মতবিনিময়ের পর আনুষ্ঠানিকভাবে ‘জুলাই সনদ’ প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *