মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
সুনামগঞ্জের ছাতক উপজেলার ২নং নোয়ারাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজার নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ইউনিয়নের গর্বিত সন্তানদের মেধার স্বীকৃতি প্রদানের এক অনন্য উদাহরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মুসাব্বির আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- মোঃ সাদ্দাম হোসেন – ১ নং ওয়ার্ড সদস্য
- মোঃ ছাদিক মিয়া – ৬ নং ওয়ার্ড সদস্য
- মোঃ আসাদ আলী – ৭ নং ওয়ার্ড সদস্য
- মোঃ রশিদ মিয়া – ৯ নং ওয়ার্ড সদস্য
- মোঃ আবুল খায়ের – ৫ নং ওয়ার্ড সদস্য
- মোঃ সাজ্জাদুর রহমান – ৮ নং ওয়ার্ড সদস্য
- মোঃ ফারুক মিয়া – ৪ নং ওয়ার্ড সদস্য
- মোঃ ছালে আহমেদ
- মোছাঃ রোসনা বেগম – ২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য
- সংরক্ষিত নারী সদস্যবৃন্দ – মোহছিনা বেগম, রোকেয়া বেগম ও শাহনাজ পারভীন
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মোঃ মুসাব্বির আলী বলেন, “আমার ওয়ার্ডের শিক্ষার্থীরা বরাবরই ভালো ফল করছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকবো। নিজস্ব অর্থায়নে বই, পোশাক বিতরণ, টিউশন ফি সহায়তা এবং একটি শিক্ষা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি। শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়—এটা আমি বিশ্বাস করি এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দিবে। তাদের এই অর্জন শুধু তাদের একার নয়—পুরো ইউনিয়নের গর্ব। আমি একটি ‘শিক্ষা সহায়তা তহবিল’ গঠনের উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে কোচিং, উপকরণ, বৃত্তিসহ নানাবিধ সহায়তা প্রদান করা হবে। আমার স্বপ্ন—নোয়ারাই ইউনিয়নের প্রতিটি শিশু যেন স্বপ্ন দেখতে পারে, শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। আমি ইউনিয়নবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকবো। তাদের দোয়া ও সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন এমন সম্মানজনক আয়োজনের জন্য।
এই সংবর্ধনা অনুষ্ঠান ইউনিয়নে শিক্ষা, মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দেয়।