মোঃ আল-আমিন:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শনিবার (২৭ জুলাই) বিকেলে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের হরিহরদি বাজার এলাকায় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিএনপির দাবি-দাওয়ার কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সরকারের নানা ব্যর্থতা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন।
গণসংযোগে অংশ নেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। নেতা-কর্মীরা জানান, বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতেই মুজাহিদ মল্লিকের নেতৃত্বে মাঠে নেমেছে বিএনপি।