২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ধোলাইপাড়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন

হাসান আলী: 

২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সার্বিক ব্যবস্থাপনায় দক্ষিণ সিটি কর্পোরেশনের ধোলাইপাড় থেকে দক্ষিণ কুতুবতালী পর্যন্ত খালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিনসহ দিনটি লেখা যেতে পারে) এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এই উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ-সভাপতি নাসির উদ্দিন মোল্লা, শফিউদ্দিন শফী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদারসহ মহানগর নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *