মোঃ তারিকুল ইসলাম :
ঢাকা-৫ আসনের ধোলাইপাড় খালের পরিবেশ রক্ষা ও জনস্বার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের সরাসরি নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী জানান, “এই কার্যক্রম বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বাস্তবায়িত হচ্ছে। দেশনেতা তারেক রহমান যে স্বপ্ন দেখান একটি সুন্দর, বাসযোগ্য ও পরিচ্ছন্ন বাংলাদেশের—আমরা তারই বাস্তব রূপ দিচ্ছি।”
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি এলাকা, প্রতিটি নদী-খাল ও পাড়া-মহল্লাকে পরিষ্কার রাখতে হবে। এটি শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় এই সচেতনতা ও কার্যক্রম চালাতে হবে।”
এ সময় এসএম জিলানী সাংবাদিক তারিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই মহৎ উদ্যোগ ও বার্তাটি যেন দৈনিক স্বাধীন সংবাদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে, যাতে সবাই উৎসাহিত হয় ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসে।”
জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিচালিত এই কার্যক্রম ইতোমধ্যে স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে এবং দেশের অন্যান্য এলাকায়ও এর প্রভাব পড়ছে।