স্বাধীন সংবাদ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, ফলে জনগণ ক্রমেই অস্থির সময়ের দিকে ঠেলে পড়ছে। তার ভাষায়, “সরকার না ভেতরে পারছে, না বাইরে। বরং যেসব সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়ার কথা, তারাই এখন সেগুলো নিচ্ছে।”
সোমবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘জাতীয় সংসদে প্রস্তাবিত উচ্চ কক্ষে প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিতকরণ’ শীর্ষক এ সভার আয়োজন করে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ।
নির্বাচন প্রসঙ্গে দ্বিধা-দ্বন্দ্বের অভিযোগ
আব্দুস সালাম বলেন, “এক বছর পার হয়ে গেছে, এখনো নির্বাচনের তারিখ নাই, দিকনির্দেশনা নাই। লন্ডনে আমাদের নেতার সঙ্গে বৈঠকে বলা হয়েছিল, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। এখন আবার বলা হচ্ছে, নির্দিষ্ট কোনো দিন ঠিক হয়নি। কেউ বলছে কিছুদিনের মধ্যে তারিখ ঘোষণা হবে, আবার সরকারের মধ্যেই কেউ কেউ বলছে—এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এসব দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে সরকার জনগণকে অস্থির সময়ের দিকে ঠেলে দিচ্ছে।”
সীমান্ত, বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে উদ্বেগ
বিএনপি নেতা আরও বলেন, “সীমান্তে প্রতিদিন পুশইন হচ্ছে, অথচ সরকার কিছুই করতে পারছে না। এত ঢাকঢোল পিটিয়েও একটি বিদেশি বিনিয়োগও দেশে আসেনি। বেকারত্ব বাড়ছে, এখন গার্মেন্টস বন্ধ হলে লাখ লাখ শ্রমিক কোথায় যাবে?”
“বিএনপি ফ্যাসিস্ট হবে”—এই আশঙ্কা কার?
সরকারপন্থিদের একাংশের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “অনেকে এখন বলছে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এবং এরপর নাকি ফ্যাসিস্ট হয়ে যাবে। এই কথা তারাই বলছে, যারা জানে নির্বাচনে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। বিএনপির জন্মই হয়েছে স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে এক করে দেখানো যাবে না।”
চোর-মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
তিনি বলেন, “চোর, বাটপার, মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় করা হচ্ছে। যারা জনগণের টাকা চুরি করে পাচার করছে, তারা আজ নিরাপদে রয়েছে। বেনজির আহমেদের মতো মানুষ কীভাবে বিদেশে পালিয়ে যায়—এই প্রশ্নের উত্তর কারও নেই।”
সংস্কারের কথা বলা নিয়ে বিরক্তি প্রকাশ করে আবদুস সালাম বলেন, “সংস্কার করতে হলে আগে চোর-ডাকাত ধরুন। যারা গরিবদের শোষণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আজ পর্যন্ত একজনও গডফাদার ধরা হয়নি। অথচ তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে।”
আলোচনায় আরও যাঁরা বক্তব্য রাখেন
সভায় সভাপতিত্ব করেন প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি নেক মোহাম্মদ। আলোচনায় আরও বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, এবি পার্টির যুগ্ম মহাসচিব আনোয়ার সাদাত টুটুল, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কাজী মঞ্জুরুল আলমসহ আরও অনেকে।
সভায় বক্তারা প্রবাসীদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে একটি নিরপেক্ষ নির্বাচনের ওপর জোর দেন।