আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয়: নাহিদ ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি:


“আমরা পিন্ডির শাসন ভেঙেছি দিল্লির আধিপত্য মেনে নেওয়ার জন্য নয়,”—বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “মওলানা ভাসানী পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যেমন সংগ্রাম করেছেন, তেমনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার।” গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি মাটি ইতিহাসের সাক্ষ্য বহন করে। কৃষকের ঘামে গড়া এই মাটিতে মওলানা ভাসানীর নেতৃত্বে অনেক আন্দোলনের জন্ম হয়েছে। তিনি শুধু বাংলাদেশের নন, উপমহাদেশের ইতিহাসে অনন্য এক নেতা। তিনি বলেন, “ভাসানী ছিলেন গণমানুষের নেতা। পাকিস্তানের সঙ্গে এক ছাদের নিচে বাঙালির টিকে থাকা অসম্ভব—এই উপলব্ধি থেকেই কাগমারী সম্মেলনে তিনি বিদায়ঘণ্টা বাজিয়েছিলেন। অথচ আজ তার অবদান যথাযথভাবে মূল্যায়ন হয়নি। শেরে বাংলা ও ভাসানীর নাম বাদ দিয়ে ইতিহাসকে বিকৃত করা হয়েছে।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপিকে একটি বিকল্প শক্তি হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা চাই জনগণের পক্ষে কথা বলার রাজনীতি। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।” রংপুরের সাম্প্রতিক হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, “এ ধরনের হামলা নবীজির আদর্শ বিরুদ্ধ। ধর্ম অবমাননার বিচার যেমন চাই, তেমনি ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িকতা ও লুটপাট করছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে এখন কোনো শক্তিশালী কৃষক সংগঠন নেই। কৃষকের কোনো প্ল্যাটফর্ম নেই। তারা উৎপাদন করে, কিন্তু ন্যায্য দাম পায় না। সরকারের ভর্তুকিও সঠিকভাবে পৌঁছায় না।” তিনি টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব ভারতকে দেওয়ার বিরোধিতা করে বলেন, “টাঙ্গাইল শাড়ি ভারতের নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য। অবিলম্বে এই স্বত্ব প্রত্যাহার করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব সারোয়ার নিভা, ডা. তাসনিম জারা, ডা. তাজনুভা জাবিন প্রমুখ। উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানীর সভাপতিত্বে ও নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা প্রশাসনের নিরপেক্ষতা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবি জানান।

এনসিপি নেতারা জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথেও মতবিনিময় করেন। তারা বলেন, ‘আগামী বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের বাংলাদেশ—দলের নয়, ব্যক্তির নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *