এই সরকার শহীদ পরিবার পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি: মির্জা ফখরুল

স্বাধীন সংবাদ ডেস্ক: 

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, “সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসে না।”

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে গুম, নিখোঁজ, শহীদ পরিবার ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকারদের পক্ষে বক্তব্য তুলে ধরা হয়।

মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে। কিন্তু যারা সত্যিকার অর্থে আত্মাহুতি দিয়েছেন, পরিবার-পরিজন হারিয়েছেন, যারা শহীদ হয়েছেন—তাদের দিকে কেউ তাকায়নি।”

তিনি অভিযোগ করে বলেন, “এই সরকার শিশুদের জন্য, শহীদ পরিবার পুনর্বাসনের জন্য কিংবা নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তেমন কিছু করেনি।” তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা ক্ষমতায় গেলে শহীদ পরিবার পুনর্বাসনের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে।”

গুম হওয়া ব্যক্তিদের বিষয়েও হতাশা প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, “গুম কমিশন প্রতিবেদন দাখিল করেছে। কিন্তু নিখোঁজদের খুঁজে পাওয়ার ক্ষেত্রে কোনো বাস্তব অগ্রগতি নেই। আমরা জানি না, নিখোঁজদের ফিরিয়ে দিতে পারব কি না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করা যেতে পারে। তাদের জন্য কিছু না করলে, আমরা সবাই দায়ী থাকব।”

প্রসঙ্গত, বিএনপির মতে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত শতাধিক মানুষ গুম হয়েছেন, যাদের অধিকাংশই বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

অনুষ্ঠানে শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের পরিবার থেকে অনেকেই উপস্থিত ছিলেন। তারা তাদের দুঃখ, ক্ষোভ এবং পুনর্বাসনের অভাবজনিত সমস্যার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *