কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি: শিবির সভাপতি

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

জুলাই আন্দোলনের মূল্য ও আদর্শ সংরক্ষণে রাজনৈতিক দলের স্বার্থান্বেষী প্রয়াস গ্রহণযোগ্য নয় বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, জুলাই ঘোষণাপত্র বা সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে তা ছাত্র-জনতা কখনই মেনে নেবে না।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জাহিদুল ইসলাম এই মন্তব্য করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির বক্তব্যের প্রেক্ষিতে হুঁশিয়ারি

এর আগে একই দিনে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত রূপে পৌঁছানোর আশা প্রকাশ করেন। তিনি জানান, প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করার লক্ষ্য রয়েছে।

এই বক্তব্যের প্রেক্ষিতে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রতিবাদের সুরে সতর্কবার্তা দেন।

জাহিদুল ইসলামের বক্তব্যের মূল বক্তব্য

ফেসবুকে দেওয়া তার পোস্টে তিনি বলেন,
“কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি। জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে আমূল পরিবর্তন।”

তিনি আরো বলেন,
“প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। জুলাই ঘোষণায় শহীদ-গাজীদের রক্ত ও ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহীদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে। কোনো দল বা গোষ্ঠীর তাবেদারি মেনে নেওয়া হবে না। মাইন্ড ইট।”

জুলাই আন্দোলনের আদর্শ রক্ষা ও শক্তি জোগানোর আহ্বান

জাহিদুল ইসলাম জুনিয়র এবং সিনিয়র পর্যায়ের সকলকে সাবধান করে বলেন, আন্দোলনের মৌলিক আদর্শের প্রতি সৎ থাকা এবং তা বিকৃত হতে দেওয়া যাবেনা। তিনি দাবি করেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য কোনোভাবে জুলাই ছাত্র-জনতার ইতিহাস ও অর্জনকে বিকৃত করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *