গাজীপুরে এনসিপির সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা

মোঃ মুজাহিদুল ইসলাম: 

গাজীপুর মহানগরীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
সোমবার (২৮ জুলাই ২০২৫ ইং) জিএমপি’র অপরাধ উত্তর বিভাগের এডিসি রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নগরীর পূর্ব জয়দেবপুর রথখোলা এলাকার রাজবাড়ী মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। উক্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশও রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া ট্রাফিক বিভাগের ট্রাফিক পুলিশও সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া জিএমপির একাধিক চৌকস টিম প্রস্তুত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সদর থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি, চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলম জানান, জিএমপির দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশনার মহোদয়ের নির্দেশে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ। সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *