কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে এনআই অ্যাক্ট মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটের সময় চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাবের নেতৃত্বে এএসআই (নিঃ) রাজীব বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ শাহ আলম। তার পিতা মোহাম্মদ শহর মুলুক এবং মাতা মোছাঃ হোসনে আরা বেগম। তিনি মাইজপাড়া এলাকার বাদশা মিয়া সড়ক, নাজের কমিশনারের বাড়ি, পোস্ট-চান্দগাঁও (৪২১২), থানাঃ চান্দগাঁও, জেলাঃ চট্টগ্রামের বাসিন্দা।
তার বিরুদ্ধে সিআর-১৪৪৫/২৪ (চান্দগাঁও), ধারা ১৩৮, এনআই অ্যাক্ট, প্রসেস নং-৮৩৮/২৫ অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে পলাতক আসামিদের ধরতে চান্দগাঁও থানা পুলিশ তৎপর রয়েছে।