টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গাতে দুই চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন

মতিয়ার রহমান: 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় হলুদ সাংবাদিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সাধারণ মানুষ। ইউটিউবার খ্যাত কথিত সাংবাদিক শরিফুল ইসলাম শরীফসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি এবং মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মানববন্ধন করেছে কালিহাতীবাসী।

রবিবার (২৭ জুলাই) বিকেলে এলেঙ্গা সরকারি শামসুল হক ডিগ্রি কলেজ মোড়ে শতাধিক জনসাধারণ ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানান। উক্ত ব্যানারে লেখা ছিল— সন্ত্রাসী, চাঁদাবাজ, ষড়যন্ত্রকারী ইউটিউবার খ্যাত কথিত ভুয়া সাংবাদিক শরিফুলসহ একাধিক ব্যক্তির মিথ্যা সংবাদ প্রচার বন্ধসহ তাদেরকে সাংবাদিকতা থেকে অব্যাহতি ও শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন— কালিহাতী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক টাঙ্গাইল জেলা সমন্বয়ক মেহেদী হাসান, মনিরুজ্জামান মনির (সমন্বয়ক, এলেঙ্গা শাখা), কবির হোসেন (সদস্য সচিব, সমন্বয়ক, টাঙ্গাইল জেলা শাখা), বল্লা ইউনিয়ন যুবদলের সদস্য হাবিব মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য মাছুদ রানা। আরও উপস্থিত ছিলেন— যুবদল নেতা মনির, সোহেল, রাসেল, মাছুদ, মান্নান, মানিক, ইমন, পিয়াল, আবির, আকাশ, সেন্টু মিয়া, সাইফুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করে বলেন, শরিফুল শরীফ তার সঙ্গী-সাথীদের নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নামে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করছে। তারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপপ্রচার চালিয়ে এলাকাজুড়ে নানান ধরনের অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করে যাচ্ছেন।

বক্তারা আরও জোরালো দাবি করে জানান, যারা সংবাদকে পণ্য বানিয়ে মানুষের সম্মান নষ্ট করে, তারা সাংবাদিক নয়; তারা সমাজের জন্য হুমকি। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও যুব সমাজের গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।

উল্লেখ্য, উক্ত মানববন্ধনের আয়োজক কমিটির ব্যক্তিবর্গরা জানিয়েছেন, এ প্রতিবাদ সবে মাত্র শুরু হয়েছে। যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *