পাটকেলঘাটায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক সেমিনার, কুইজ ও পুরস্কার বিতরণ

আব্দুর রশিদ, সাতক্ষীরা:

সাতক্ষীরার পাটকেলঘাটার কাশিয়াডাঙা দাখিল মাদ্রাসায় ‘নিরাপদ খাদ্য’ বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা অফিসের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত। এছাড়া বক্তব্য রাখেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার।

সেমিনারে খাদ্যের নিরাপদতা, ভেজাল শনাক্তকরণ এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের জন্য একটি প্রজেক্টরের মাধ্যমে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদর্শন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কুইজে বিজয়ী পাঁচজন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নিরাপদ খাদ্য বিষয়ে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *