কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম পূর্বাভাসভিত্তিক পরামর্শমূলক বার্তা প্রস্তুতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’। দিনব্যাপী আয়োজিত কর্মশালাটি জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে রাইমসের কারিগরি সহায়তায় সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন “জাগোনারী”র প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের কর্মকর্তা সঞ্চিতা হালদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, ফ্যামিলি প্লানিং কর্মকর্তা মহিউদ্দিন হাসান রুমান, সিপিপির সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা আক্তার, সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ জিয়াউল হাসান জসিম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুর রহমানসহ ১০টি দপ্তরের কর্মকর্তা, প্রান্তিক অংশীজন, মিডিয়া ব্যক্তিত্ব, স্কাউট এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
কর্মশালায় দুর্যোগকালীন সময়ের জন্য ঝুঁকিপূর্ণ তথ্য বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ঝুঁকিভিত্তিক বার্তা প্রদান, প্রভাব পর্যালোচনা, আগাম পরিকল্পনা এবং অর্থায়ন বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, পটুয়াখালী জেলার উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। তাই আগাম বার্তা প্রদান ও কার্যকর প্রস্তুতির মাধ্যমে প্রাণহানি এবং সম্পদহানি কমিয়ে আনা সম্ভব।
এ সময় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কে অংশগ্রহণ করে আলোচনার মাধ্যমে পূর্বাভাসভিত্তিক বার্তা কীভাবে কমিউনিটি পর্যায়ে দ্রুত পৌঁছানো যায় এবং প্রাতিষ্ঠানিকভাবে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেসব বিষয়ে আলোচনা করেন।
জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্টু, সহকারী প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌসী এবং মোঃ রহমতউল্লাহ প্রমুখ।