প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:
সমাজ পরিবর্তনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় এবং বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৮ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা)-তে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রামার, কো-অর্ডিনেটর (প্রশাসন-অর্থ-ক্রয়) পিবিজিএসআই প্রফেসর খন্দকার মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া, শাকপুরা পাইলট প্রবর্তক কন্যা বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি হাজী পেয়ার মোহাম্মদ, শিক্ষার্থীদের অভিভাবক আলী আকবর, চরণদ্বীপ রজভিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ ইদ্রিস, চরণদ্বীপ দেওয়ানবিবি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন।
এছাড়া বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি ও হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, কানুনুগোপাড়া ড. বি. বি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ খসরু, সারোয়ার পিসি সেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দাশ, বেগুরা কে. বি. কে. আর. উচ্চ বিদ্যালয়ের প্রধান অলক সেন, কধুরখীল মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ, শাকপুরা পাইলট প্রবর্তক কন্যা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রাজু চন্দ্র চৌধুরী, হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হাকিম, চরণদ্বীপ দেওয়ানবিবি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ খান, শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ এরশাদুল আলম, কধুরখীল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুর হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা সঞ্চিতা পালিতের উপস্থাপনায় অনুষ্ঠানের শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উদ্দীপনা ও স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।