সন্তানকে ছোট স্বপ্ন নয়, বড় চিন্তা শেখান অভাব নয়, সম্ভাবনার গল্প বলুন

স্টাফ রিপোর্টার: 

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হলে শিশুর মানসিকতা গড়ে তুলতে হবে সম্ভাবনার আলোয় — অভাবের অন্ধকারে নয়। বিশেষজ্ঞরা মনে করেন, অভাবের গল্প নয়, শিশুর বেড়ে ওঠা উচিত আত্মবিশ্বাস আর উচ্চাকাঙ্ক্ষার পাঠ নিয়ে।

এ প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনজার শাহ বলেন,
“সন্তানকে সবসময় অভাবের গল্প শুনিয়ে নয়, সম্ভাবনার কথা বলেই গড়ে তুলতে হবে। তার মধ্যে মন ও মানসিকতা বড় করার অভ্যাস গড়ে তুলুন। এই সময়টাতেই তাকে শেখাতে হবে — জীবন মানে শুধু চাকরি নয়, বরং নিজের স্বপ্ন ও চিন্তাকে সত্যি করার লড়াই।”

তিনি আরও বলেন,
“সন্তানের জন্মদিনে দামি খেলনার পাশাপাশি এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই উপহার দিন। তাকে রাখালের ব্যাংকার হওয়ার গল্প নয়, বরং এরদোয়ান, বাইডেন কিংবা জিয়াউর রহমান ও দেলোয়ার হোসেন সাঈদীর মতো নেতাদের স্বপ্ন ও সংগ্রামের গল্প বলুন। ছোট বয়সে জানিয়ে দিন — পৃথিবী অনেক বড়, এই দেশই শেষ নয়। চিন্তা ও ভ্রমণের সাহস তাকে বিশ্বনাগরিক করে তুলবে।”

বিশ্লেষকরা মনে করেন, সন্তানকে শেখাতে হবে — সব কাজই সম্মানের, শুধু চেয়ারে বসাই জীবনের উদ্দেশ্য নয়। শুধু দারিদ্র্যকে ভয় না করে, নিজেদের চিন্তা-চেতনায় গরীব না হওয়ার শিক্ষা দিন। কারণ চিন্তা ও আত্মবিশ্বাসে গরীব মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না।

সাংবাদিক মোঃ আনজার শাহ বলেন,
“সন্তানের স্বপ্নকে ছোট করে দেখবে এমন হতাশ মানুষদের কাছ থেকে দূরে রাখুন। তার মনে গেঁথে দিন — মানুষ তার স্বপ্নের সমান বড় হয়।”

তাই সন্তানের ভিতরে জন্ম দিন উদার মানসিকতা, সাহসী চিন্তা আর বিশ্বদৃষ্টির। তাহলেই গড়ে উঠবে আগামীর আলোকিত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *