৫ আগস্টের আগেই ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত হতে পারে: তথ্য উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক: 

 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে ৫ আগস্টের আগেই ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সর্বশেষ অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন।

মাহফুজ আলম জানান, গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্রটি প্রকাশের কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের অভাবে তা বিলম্বিত হয়। পরবর্তী সময়ে ফেব্রুয়ারিতে বিভিন্ন দলের পক্ষ থেকে খসড়া প্রস্তুত হলেও ঘোষণাপত্রের নানা প্রস্তাবনা নিয়ে সংলাপ অচলাবস্থায় পড়ে।

রাজনৈতিক পজিশন নিয়ে থমকে ছিল আলোচনা

তিনি লিখেন, “ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে খসড়া তৈরি হলেও বিভিন্ন ধারা নিয়ে রাজনৈতিক আদর্শিক অবস্থান থেকে আলোচনা থমকে যায়। মার্চ-এপ্রিলে কার্যত কোনো অগ্রগতি হয়নি। মাঝে রমজানের সময়টাও পড়ে যায়।”

তথ্য উপদেষ্টা আরও জানান, মে মাসে বিষয়টি মন্ত্রিসভায় পুনরায় উত্থাপন করলেও রাজনৈতিক দলগুলো তেমন আগ্রহ দেখায়নি। তবে জুনে জ্যেষ্ঠ উপদেষ্টাদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের যোগাযোগ শুরু হলে আংশিক অগ্রগতি ঘটে।

ছাত্র আন্দোলনের দাবিগুলো নিয়ে ছাড়

তিনি লেখেন, “জুলাইয়ের শুরু থেকে একাধিকবার বৈঠক হয়েছে। রাজনৈতিক আদর্শিক ও ঐতিহাসিক কিছু বক্তব্য নিয়ে এখনও পুরোপুরি ঐকমত্য আসেনি, তবে ছাত্রদের অনেক বক্তব্যই ইতোমধ্যে নেগোশিয়েটেড হয়েছে।”

তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, “সবাই কিছুটা করে ছাড় দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানকে যথাযথ রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত করবেন।”

‘আমরা দায় এড়াতে পারি না’

পোস্টে মাহফুজ আলম লিখেছেন, “জুলাই শহিদ ও আহতদের আত্মত্যাগের প্রতি আমাদের প্রজন্মের দায় আছে। দল-মত নির্বিশেষে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সব অধ্যায়ের স্বীকৃতি দেওয়া হলেও, জুলাই ছাত্র-জনতার ন্যায্য স্বীকৃতি প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এ প্রবণতা দুঃখজনক।”

তিনি জোর দিয়ে বলেন, “জুলাই ছাত্র-জনতার ন্যায্য স্বীকৃতি ‘জুলাই ঘোষণাপত্র’-এ যথাযথভাবে নিশ্চিত করা হবে। এটা বাস্তব হবেই।”

তথ্য উপদেষ্টার মতে, ঘোষণাপত্রটি শুধু রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয় নয়, বরং এটি আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *