চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা আর নেই

স্বাধীন বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ খবর জানান তিনি। সেখানে সংক্ষিপ্তভাবে তিনি লেখেন, “আমার বাবা আর নেই।”

এই হৃদয়বিদারক খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকাহত মিষ্টি জান্নাতের পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র জগতের সহকর্মী, পরিচিতজন এবং অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অভিনেতা মামনুন ইমনসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, মিষ্টি জান্নাতের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

নেটিজেনরাও সামাজিক মাধ্যমে মিষ্টি জান্নাতের পোস্টে কমেন্ট করে শোক জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। শুধু অভিনয়েই নয়, তিনি একজন পেশাদার চিকিৎসক হিসেবেও পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *