জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ

স্বাধীন স্পোর্টস ডেস্ক:


জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ (বুধবার)। এর আগে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে পুরুষ ও নারীদের সেমিফাইনাল। চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন সেনাবাহিনী ও আনসারের বক্সাররা। কিছু ওজন শ্রেণিতে যুক্ত হয়েছেন গুডউইল ক্লাব ও রাজশাহীর খেলোয়াড়রাও।

নারী বিভাগে
৪৮ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর জান্নাতুল ফেরদৌস ও আনসারের তানজিলা মুখোমুখি হবেন ফাইনালে।
৫০ কেজিতে সেনাবাহিনীর কায়মা খাতুন ও আনসারের রহিমা,
৫২ কেজিতে যুক্তরাষ্ট্র প্রবাসী ও নরসিংদীর গুডউইল ক্লাবের জিনাত ফেরদৌসের প্রতিপক্ষ আনসারের আফরা খন্দকার।
৫৪ কেজিতে সেনাবাহিনীর সীমা ও আনসারের অইকেরা আক্তার,
৫৭ কেজিতে আনসারের শামীমা আক্তার ও সেনাবাহিনীর বৃষ্টি খাতুন এবং
৬০ কেজিতে আনসারের সাকি আক্তার ও সেনাবাহিনীর নৌশিন তাসনিমের মধ্যে হবে শিরোপা লড়াই।

পুরুষ বিভাগে
৪৮ কেজিতে সেনাবাহিনীর অনিক হাওলাদার ও আনসারের লিমন,
৫১ কেজিতে রাজশাহীর রাসেল কবিরের প্রতিপক্ষ সেনাবাহিনীর আরিফুল ইসলাম,
৫৪ কেজিতে আনসারের উৎসব আহমেদ ও সেনাবাহিনীর রাকিব হোসেন এবং
৫৭ কেজিতে সেনাবাহিনীর রুহিন রেজা উঠে এসেছেন ফাইনালে।

প্রতিটি ওজন শ্রেণিতে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছে আয়োজকরা। ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *