মাহমুদা আক্তার নাঈমা:
ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিকে সামনে রেখে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ জুলাই ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং চিত্রকর্মের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “অনেক শিশু-কিশোরের চমৎকার অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। তাই নির্ধারিত পুরস্কারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।”
উক্ত প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। চারটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায়—
ক বিভাগ: প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত, বিষয় ‘সবার আগে বাংলাদেশ’;
খ বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, বিষয় ‘শিশুর চেতনায় জুলাই বিপ্লব’;
গ বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, বিষয় ‘ফিরে দেখা ৩৬ জুলাই’;
ঘ বিভাগ: নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত, বিষয় ‘সমতল থেকে পাহাড়, স্বাধীনতা সবার’—বিষয়ে চিত্রাঙ্কন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন, সহকারী অধ্যাপক রাশেদুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।