স্বাধীন স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। মিরপুর মডেল থানায় দায়ের হওয়া একটি জিডির সূত্রে এ ঘটনা সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। যদিও তাসকিন নিজেকে নির্দোষ দাবি করেছেন।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে অভিযোগকারী সৌরভ থানায় উল্লেখ করেন, তাসকিন তাকে ফোন করে মিরপুর ১ নম্বরে ডেকে নেন এবং সেখানে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। এছাড়া তাকে ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। খেলোয়াড়দের ভাবমূর্তি রক্ষায় এবং পেশাদার আচরণ নিশ্চিত করতে বাড়তি সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আগস্টে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হবে। তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে, খেলোয়াড়দের মনে করিয়ে দেওয়া দরকার যে তারা শুধু খেলোয়াড়ই নন, দেশের তরুণদের আদর্শও। অনেকেই তাদের অনুসরণ করেন, তাই তাদের দায়িত্ববোধ থাকা উচিত।’
তবে বিসিবি এখনই তাসকিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বোর্ড অপেক্ষা করবে বলে জানিয়েছেন ইফতেখার। ‘তাসকিন বলেছে সে জড়িত না। যেহেতু একটি জিডি হয়েছে, পুলিশ তদন্ত করবে। দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না,’ বলেন তিনি।