বরিশাল ব্যুরো:
বরিশালে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। শনিবার (২৬ জুলাই) বাবুগঞ্জ উত্তর দেহের গতি এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত হন ধীরেন গোলদারের ছেলে লিটন গোলদার (৪২) ও হিলটন গোলদার (৩০)। তারা বর্তমানে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত লিটন গোলদার জানান,
“দেহের গতি এলাকায় চিহ্নিত মাদক কারবারি মানিক গোলদারসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময় এলাকায় মুরুব্বীদের নিয়ে তাদের বাধা দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে আমার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে বেধড়ক মারধর করেছে।”
আহত লিটন গোলদার ও হিলটন গোলদারকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লিটন আরও জানান, “আমাদের উপর বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি ও ধমক দেওয়া হচ্ছে।” তিনি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযুক্ত মানিক গোলদার মাদক ব্যবসা অস্বীকার করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের ওপর উল্টো হামলা করেছে লিটন গোলদার ও তার ভাই। আমরা বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি আছি।”
বাবুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।