প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোড়কবিহীন পণ্য বিক্রি, অননুমোদিত পণ্য সংরক্ষণ এবং নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার কালুরঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
অভিযানে মা এন্টারপ্রাইজ কে ১০ হাজার টাকা, হক স্টোর কে ৫ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পরিবেশ সংক্রান্ত আইনের আওতায় আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, “নিষিদ্ধ পণ্য ও অননুমোদিত কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনসচেতনতা বাড়াতেও এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অভিযানকালে বোয়ালখালী থানা পুলিশের একটি দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।