মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ১১নং বড় মাছুয়া ইউনিয়নে বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
গত ১৬ জুলাই ইউনিয়নের তৃণমূল পর্যায়ের কাউন্সিলদের সরাসরি ভোটে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। তবে নির্বাচনে মনোনীত প্রার্থী পরাজিত হওয়ায়, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন দলীয় ঐক্য ভাঙার নানা অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, মোশাররফ হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর কাছে লিখিত অভিযোগ দিয়ে বৈধভাবে গঠিত ওয়ার্ড কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
বিষয়টি নিয়ে বড় মাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মহিবুল্লাহ রফিক বলেন, “সদস্য ফরম যাচাই-বাছাই শেষে প্রতিটি ওয়ার্ডে সর্বসম্মতিক্রমে ১০০ জনের তালিকা করা হয়। মোশাররফ হোসেন পরে মাত্র দুইজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তোলেন।”
তদন্ত শেষে পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা রওনাকুল ইসলাম টিপু অভিযোগ খতিয়ে দেখে সেই দুই সদস্যের নাম তালিকা থেকে বাদ দেন এবং সর্বসম্মতিক্রমে নতুন দুইজনকে অন্তর্ভুক্ত করেন।
এ প্রসঙ্গে বড় মাছুয়া ইউনিয়নের সাবেক সদস্য সওগাতুল আলম সগীর খান বলেন, “কমিটি গঠনের পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ ও গণতান্ত্রিক। এরপরও অভিযোগ এনে যারা অপপ্রচার চালাচ্ছেন, তারা মূলত দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।”
এদিকে ইউনিয়ন বিএনপির সদস্য হাফিজুর রহমান সুমন বলেন, “১৬ জুলাই কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এখন হেরে যাওয়া পক্ষের এই অভিযোগ শুধুই হাস্যকর।”
নেতাকর্মীদের দাবি, দলীয় ঐক্য বিনষ্টের এ ধরণের অপচেষ্টা প্রতিহত করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।