শাল্লায় পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)–এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মোঃ দিলুয়ার হোসেন: 

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি)–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে সকাল ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাল্লা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম (অ.দা.)–এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কালিপদ দাস–এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস
তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। তারা যেন তাদের সন্তানদের স্কুল-কলেজে স্মার্টফোন ব্যবহার না করতে উৎসাহিত করেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ দাস, বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, জামায়াতের নেতা মাওলানা নুরে আলম সিদ্দিকী (শাল্লা উপজেলা), কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, এটিও তাপস কুমার রায়

এছাড়াও উপস্থিত ছিলেন শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, দামপুর আটপাড়া দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান, গোবিন্দ চন্দ্র বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি পাল দাস মিল্টন, প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২০২২-২৩ অর্থবছরের শ্রেষ্ঠ ১৮ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *