মোঃ আনজার শাহ:
জামায়াতে ইসলামী আমীর ও প্রখ্যাত চিকিৎসক ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার বাইপাস সার্জারি করানো প্রয়োজন। পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন।
কিন্তু সেই পরামর্শ গ্রহণ না করে ডা. শফিকুর রহমান এক সাহসিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিদেশ না গিয়ে দেশের চিকিৎসকদের ওপর পূর্ণ আস্থা রেখে দেশেই বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।
“আমার দেশের মানুষ অসুস্থ হলে তো সবাই বিদেশ যেতে পারে না। আমি যখন দেশের চিকিৎসকদের নিয়ে গর্ব করি, তখন নিজের ক্ষেত্রেও তাদের ওপর আস্থা রাখতে হবে। আমরা এই দেশটাকে গড়তে চাই—তাই আমি দেশেই চিকিৎসা নেব,” — বলেন ডা. শফিকুর রহমান।
এই বক্তব্যে যেমন একজন নেতৃত্বদাতা মানুষের আত্মবিশ্বাসের প্রকাশ ঘটে, তেমনি সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা ও একাত্মতাও স্পষ্ট হয়ে ওঠে। যেখানে অনেকেই অপেক্ষাকৃত হালকা অসুস্থতা নিয়েও বিদেশে চিকিৎসা নিতে ছুটে যান, সেখানে ডা. শফিকুর রহমান নিজে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে এক অনন্য নজির স্থাপন করেছেন।
সামাজিক প্রতিক্রিয়া ও প্রশংসা
তার এই অবস্থান ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। নেটিজেনরা এটিকে একজন নেতার নৈতিক দৃঢ়তা ও জনগণের সঙ্গে সংহতির বাস্তব উদাহরণ হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন—”নেতৃত্ব এমনই হওয়া উচিত—যিনি শুধু কথা বলেন না, বাস্তবেও দেখান।”
দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান
বাইপাস সার্জারির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. শফিকুর রহমান।
সর্বস্তরের মানুষ তার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করছেন।