চলে যেতে হবে না ফেরার দেশে
কেউ থাকবো না কারো আশে পাশে,
শেষ বিদায়ের সময় কেউ কারো নয়
সফল হবো যদি আমল ভালো হয়।
অগাধ বিত্তসম্পদ উপাধি উপার্জন
বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স পরিবার পরিজন,
কেউ যাবো না কারো সাথে কবরে
যাবে শুধু আমলনামা শেষ বিচারে।
হিংসা বিদ্বেষ আক্রোশ দূরে ঠেলে
চলবো মিলে মিশে কেউ যাবো না সংঘাতে,
সর্বদা পরস্পরে প্রেম-প্রীতি ভালোবাসা
তনু মনে হৃদয়ে আশা প্রত্যাশা।
সৎ কর্ম রাতদিন চিরকাল প্রবহমান
সুখী সুন্দর আলোকিত দুজাহান,
সর্বদা সততার সাথে জীবনযাপন করি
দুজাহানের সফল সমৃদ্ধ জীবন গড়ি।