কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদের নেতৃত্বে পৃথক দুটি মামলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
৩০ জুলাই ২০২৫ ইং রাতে থানার এসআই (নিঃ) মোঃ শাহজাহান এবং এএসআই (নিঃ) তোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানে, সিআর-৩১১/২৩ (ঝাল), যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ও প্রসেস নং-১১৪১/২৫ অনুযায়ী, মোঃ রিপন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম ফরিদুল আলম। তিনি চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকার খাজা রোডস্থ আঃ হালিম মেম্বার বাড়ির বাসিন্দা এবং চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
অন্যদিকে দ্বিতীয় অভিযানে, সিআর-৭৯৬/২৫ (চান্দগাঁও), দণ্ডবিধির ৩২৪/৩০৭/৫০৬(১) ধারা এবং প্রসেস নং-১১৫০/২৫ ও রিসিভ নং-১১৫০/২৫ অনুযায়ী মোঃ ছৈয়দুল আরব লিটনকে গ্রেফতার করা হয়। তার পিতা মোঃ সিরাজুল ইসলাম এবং তিনি পূর্ব ষোলশহরের ইয়াছিন হাজীর বাড়ির বাসিন্দা।
গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে চান্দগাঁও থানা পুলিশ।