হাসান আলী:
৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার “চীন-বাংলাদেশ মৈত্রী সমিতি”-এর ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক নান্নুর নেতৃত্বে চীনের সম্মানিত রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাদিম চৌধুরী।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, মৎস্য খাতের সম্ভাবনা এবং দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক বন্ধন আরও বর্ধিত করতে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।