ডেঙ্গুতে মৃত্যু আরও ২ জনের মৃত্যু, ভর্তি ২৭৮ জন

স্বাধীন সংবাদ ডেস্ক: 

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা নিম্নরূপ:

  • বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৭২ জন

  • ঢাকা মহানগরীতে ৬৩ জন

  • ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ৪৬ জন

  • চট্টগ্রাম বিভাগে ৩৫ জন

  • রাজশাহী বিভাগে ৩৫ জন

  • খুলনা বিভাগে ১৮ জন

  • রংপুর বিভাগে ৫ জন

  • ময়মনসিংহ বিভাগে ৪ জন

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২০,৯৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে, যা ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

এছাড়া, এ বছর এখন পর্যন্ত ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৬ জন নারী

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসা গ্রহণ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *