নাইক্যছড়ি ঘুমধুম ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাস ও জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্যছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। তিনি দীর্ঘদিন ধরে সরকারদলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় জনগণের পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, একেএম জাহাঙ্গীর আজিজ স্বৈরাচার সরকারের দালাল ও রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পরিচিত। তার নির্দেশে রোহিঙ্গা সন্ত্রাসীদের ব্যবহার করে এলাকার নিরীহ মানুষদের জমি জোরপূর্বক দখল করা হচ্ছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে তিনি ইউনিয়নের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করছেন। যার ফলে দীর্ঘ ৪৩ বছর ধরে অনেক পরিবার তাদের পৈতৃক ২৫ একর জমি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে।

ভুক্তভোগীদের হাতে বৈধ খতিয়ান, দাখিলা, হেডম্যান সনদসহ সকল সরকারি কাগজপত্র থাকার পরেও জমি উদ্ধারে তারা বারবার বাধাগ্রস্ত হয়েছেন। একেএম জাহাঙ্গীর আজিজ তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভীতি প্রদর্শন করে তাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন। জমির দখল ও বিক্রির মাধ্যমে তিনি ইতোমধ্যে প্রায় ১-২ হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে জানা যায়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সন্ত্রাসী হামলা মামলায় চট্টগ্রাম আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এলাকাবাসীর মতে, এটি তার অপকর্মের বিরুদ্ধে প্রথম আইনি পদক্ষেপ হলেও শুধু কারাবাস যথেষ্ট নয়; তার জবরদখলকৃত সকল জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেওয়া এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *