নেতানিয়াহুর বাড়িতে ইরানের গোপন ক্যামেরা: দাবি ইরানি এমপির

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে গোপনে নজরদারি ক্যামেরা স্থাপন করেছে ইরান—এমন বিস্ফোরক দাবি করেছেন ইরানের এক সংসদ সদস্য। তিনি দাবি করেছেন, এটি অনুমানের ভিত্তিতে নয়, বরং নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তিনি এ কথা বলছেন।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইরানের সংসদ সদস্য মোজতবা জারেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করেন, “আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির ওপর নজরদারি করা যায়, এমন জায়গায় আমরা একটি ক্যামেরা বসাতে পেরেছি।”

তিনি আরও বলেন, “জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই। ইরানি গোয়েন্দা সংস্থার জন্য এটি এক অভূতপূর্ব মাইলফলক।”

তবে এই দাবি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল। এ নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষ নিশ্চুপ রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনাটি ইরান ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ‘মানসিক ও প্রচারমূলক যুদ্ধে’র আরেকটি ধাপ। তারা মনে করছেন, বাস্তবতা যাই হোক, এ ধরনের দাবি মূলত প্রতিপক্ষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং নিজেদের গোয়েন্দা সক্ষমতা তুলে ধরার কৌশল।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনের দিকে একটি ড্রোন ছোড়া হয়েছিল। ধারণা করা হয়, ইরান-সমর্থিত হিজবুল্লাহ ওই হামলার সঙ্গে জড়িত ছিল। যদিও এ হামলার দায় কেউ এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *