পাঁচ বার শ্রেষ্ঠ ট্রাফিক ইনচার্জ নির্বাচিত হলেন টিআই মোঃ হাসানুজ্জামান

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ টিআই হিসেবে পঞ্চমবারের মতো চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে অ্যাওয়ার্ড পেলেন লোহাগাড়ার স্বনামধন্য ট্রাফিক ইনচার্জ (টিআই) মোহাম্মদ হাসানুজ্জামান।

হাসানুজ্জামান সম্পর্কে লোহাগাড়া উপজেলার সুশীল সমাজ ও মিডিয়া কর্মীরা বলছেন, চট্টগ্রাম জেলার অন্তর্গত যেসব উপজেলা শহর রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হচ্ছে লোহাগাড়া উপজেলা শহর। আর এই শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে দিনে-রাতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে হাতে গোনা কয়েকজন ট্রাফিক কনস্টেবল ও একজন সার্জেন্ট নিয়ে কঠোর পরিশ্রম করেছেন হাসানুজ্জামান। এর ফলে তিনি শুধু নিজের নয়, পুরো ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

চট্টগ্রামের স্বনামধন্য পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় কাজ করে এবারসহ মোট পাঁচবার শ্রেষ্ঠ ট্রাফিক ইনচার্জের ক্রেস্ট অর্জন করেছেন হাসানুজ্জামান।

এ বিষয়ে লোহাগাড়া থানার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিআই মোঃ হাসানুজ্জামান হায়দার বলেন, “আমি চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্যার ও ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম স্যারের দিকনির্দেশনায় কাজ করে আধুনিক লোহাগাড়া গড়ে তুলতে পেরেছি। এবারও শ্রেষ্ঠ টিআই হিসেবে ক্রেস্ট পেয়ে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। এই অর্জন শুধু আমার একার নয়, লোহাগাড়া থানার সমস্ত ট্রাফিক পুলিশ সদস্যদের সম্মিলিত চেষ্টার ফল।”

অন্যদিকে, একজন সৎ, যোগ্য ও কর্মঠ টিআই হিসেবে মোঃ হাসানুজ্জামান হায়দারকে সম্মাননা দেওয়ায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লোহাগাড়া উপজেলার সুশীল সমাজ ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *