পাইকগাছায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি: 

পাইকগাছায় ‘সফল ফর ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট’ (সমন্বিত পানি ব্যবস্থাপনায় সফল প্রকল্প)-এর আওতায় উপজেলা পর্যায়ে মাইত্রু ওয়াটারশেড ব্যবস্থাপনার উন্নয়নে মডেল অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘সফল’, ‘সলিডার’ ও ‘উত্তরণ’ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। কর্মশালায় ‘সফল ফর আইডব্লিউআরএম’ বিষয়ক উপস্থাপন করেন কৃষিবিদ ম্যানেজার (এসএনএ) মোস্তফা নূরুল ইসলাম।

প্রকল্প ব্যবস্থাপক ‘উত্তরণ’ কৃষিবিদ মো. ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কৃষিবিদ এস.এম. ফেরদৌস (এসপিও-এমডব্লিউজি), উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা ইকরামুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শোহেব শাফিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রশান্ত দাস, প্রকল্পের কৃষিবিদ ফেরদাউস, সাংবাদিক আবুল হাশেম, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য হাসান, আবজাল হোসেন, আলাউদ্দিন, সুভাষ চন্দ্র মন্ডল, ডব্লিউসিএফ শেখ জুয়েল পারভেজ, মো. আব্দুস সাওয়ার, প্রোগ্রাম অফিসার সূব্রত রায়, ওয়াটার সালফেটার তৌহিদ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, কমিটির সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *